
রবিবার ২৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: শনিবার কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে সরাসরি প্লে অফের ছাড়পত্র সংগ্রহ করতে চায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তার আগে বড় সুখবর কোহলিদের শিবিরে। শনিবার মেগা ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দেন দুই বিদেশি তারকা টিম ডেভিড এবং রোমারিও শেফার্ড। চলতি আইপিএলে আরসিবির ইনিংসের শেষদিকে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন ডেভিড। তাঁর উপস্থিতি ব্যাটিংয়ের গভীরতা বাড়ায়। তার পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার রোমারিও শেফার্ডের দলের সঙ্গে যোগ দেওয়াও বেঙ্গালুরুর জন্য ইতিবাচক দিক। শুধু ব্যাটিং নয়, বল হাতেও কয়েকটা গুরুত্বপূর্ণ ওভার বল করতে পারেন। যদিও প্লে অফে তাঁকে পাওয়া যাবে কিনা সেই নিয়ে প্রশ্ন আছে।
আইপিএলের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম শতরান করেন শেফার্ড। চেন্নাইয়ের বিরুদ্ধে এই রেকর্ড করেন। ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের একদিনের দলে সুযোগ পেয়েছেন তিনি। যা আইপিএলের প্লে অফের সময়ই হবে। সেই কারণে হয়তো শেফার্ডকে দেশে ফিরে যেতে হবে। তবে অন্তত লিগের ম্যাচগুলোতে তাঁকে পাওয়া যাবে। অন্যদিকে জেকব বেথেল, লিয়াম লিভিংস্টোন এবং ফিল সল্টও বেঙ্গালুরু পৌঁছে গিয়েছে। চলতি আইপিএলে দারুণ ছন্দে রয়েছেন কেকেআরের প্রাক্তন তারকা। আইপিএলের উদ্বোধনী ম্যাচে বিরাট কোহলির সঙ্গে মিলে ইডেনে ফুল ফোটান। ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের টি-২০ সিরিজ ৬ জুন থেকে শুরু হওয়ায় আইপিএলের শেষ দিন পর্যন্ত পাওয়া যাবে সল্টকে।